দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট।
এদিন উভয় বাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ২৩টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। দাম কমেছে ৪টি ব্যাংকের। আর অপরিবর্তত ছিলো ৩টি ব্যাংকের শেয়ারের দাম।
তবে এর আগের দিন সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে একমাত্র সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছিলো। দাম কমেছে বাকি ২৭টি ব্যাংকের শেয়ারের।
এদিন ব্যাংক খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, বিমাসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে বাজারে দরপতন হয়েছিলো। সোমবার ডিএসইতে সূচক কমেছিলো ৭৬ পয়েন্ট। আর সিএসইতে কমেছিলো ১৩২ পয়েন্ট।
ওই দিন আইন ভেঙ্গে পুঁজিবাজারে নির্ধারিত সীমার বেশি বিনিয়োগ করায় ৭ ব্যাংককে ১০ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। এমন নেতিবাচক খবরে বড় দরপতন হয়েছিলো।
ব্যাংক কোম্পানি আইন অনুসারে, একটি ব্যাংক তার রেগুলেটরি মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। রেগুলেটরি মূলধনের মধ্যে রয়েছে- পরিশোধিত মূলধন, প্রিমিয়াম, বিধিবদ্ধ সঞ্চিতি ও অবণ্টিত মুনাফা। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ২১টি ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেয়। এর মধ্যে ৭টি ব্যাংকে অনিয়ম পাওয়া যায়। সেগুলোকে জরিমানা করা হয়।
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২৪ কোটি ১ লাখ ৩৩ হাজার ৭১১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৬৫ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৭ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫৪ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫৮ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার টাকা।
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৭ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৫২০ টাকা। এর আগে লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ১০ লাখ ৬০ হাজার ৬৪০ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫০ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৮৮৮ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৫৪ লাখ ২১ হাজার ২৭ টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
এমএফআই/জেডএম