প্রকৌশল খাতে তালিকাভুক্ত এই কোম্পানিটির পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মঙ্গলবার (১৭ অক্টোবর) এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছর ১০ শতাংশ স্টক এবং ৫ শতাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছিলো কোম্পানিটি।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ১৫ টাকা। কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৬৯ টাকা।
মঙ্গলবার এই কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮৯ টাকায়। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হোল্ডারদের হাতে রয়েছে ৩০ দশমিক ০২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯ দশমিক ৯০ শতাংশ এবং ৫০ দশমিক ০৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৭,২০১৭
এমএফআই/আরআই