এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। অন্যদিকে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে এর আগের দিন বুধবার টানা দুই কার্যদিবস পর উভয় বাজারে দরপতন হয়েছিলো।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার। এদিন ব্যাংক খাতে তালিকাভুক্ত ত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ৩টির আর অপরিবর্তিত রয়েছে ৬ ব্যাংকের শেয়ারের দাম। এর আগের দিনও বেশির ভাগ ব্যাংকের শেয়ারের দাম কমেছে। একই অবস্থা ছিলো আর্থিক খাতের শেয়ারেরও।
তবে বুধবার দাম বাড়লেও বৃহস্পতিবার কমেছে প্রকৌশল, বিদুৎ ও জ্বালানি এবং বিমা খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ১৫ কোটি ৫ লাখ ৯১ হাজার ৩৮০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬শ’ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকার।
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১০ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫ টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৯৮৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৮৯৯ টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমএফআই/আরআই