এর আগের বছর কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
এদিন ডিএসইতে ১৪০ টাকা দামে শেয়ার লেনদেন হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫১ দশমিক ২৯ শতাংশ শেয়ার।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২১ দশমিক ৯৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪ দশমিক ২৫ শতাংশ শেয়ার।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমএফআই/এমএ