রোববার (২২ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এর আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
এতে বলা হয়, উদ্যোক্তা-পরিচালকরা কোম্পানির মোট ৯ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৪২২টি শেয়ারের মধ্যে ২ কোটি ৭২ লাখ ৮ হাজার ৯৮টি শেয়ারের মালিক। তারা এ লভ্যাংশ পাবেন না। ফলে লভ্যাংশের ১০ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৯১৮ টাকা পাবেন বিনিয়োগকারীরা।
‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ২৮ দশমিক ৪২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৫ দশমিক ০৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬ দশমিক ৪৯ শতাংশ শেয়ার।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমএফআই/জেডএস