সোমবার (২৩ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি এর আগের বছর ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১৬ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৪৫ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৮০ টাকা।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৬৭ দশমিক ০৮ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৭ দশমিক ১৭ শতাংশ এবং বিদেশিদের হাতে রয়েছে দশমিক ৩৪ শতাংশ শেয়ার। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ শেয়ার।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা,অক্টোবর ২৩, ২০১৭
এমএফআই/এসআরএস