বুধবার (২৫ অক্টোবর) কোম্পানির পরিচালনা পরিষদ চলতি বছরের ৩০ জুন অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।
লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে পাশের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে আগামী ২০ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা।
‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৪৩ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫১ দশমিক ৭১ শতাংশ শেয়ার।
বুধবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৬৩ টাকা।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমএফআই/এসআরএস