ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স সূচক

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (নভেম্বর ১৯) পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। এর মাধ্যমে ২০১৩ সালে চালু হওয়া ডিএসই’র নতুন ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

ডিএসইএক্সের পাশাপাশি এদিন ডিএসই-৩০ সূচকও সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে।

একইদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬১ পয়েন্ট। এর ফলে উভয় বাজারে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। তবে তার আগের দিন বুধবার সূচকের পতন হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ২৪ কোটি ৭৬ লাখ ৪৯ হাজার ৩২৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯৭০ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৯৮ লাখ ৩২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৮৩ কোটি ২২ লাখ ৯৯ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮ লাখ ২১ হাজার ৫৭৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৪৯ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৫৪ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৫২৮ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।