অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে ১৭৮ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
এর ফলে টানা দুই কার্যদিবস (বৃহস্পতি ও রোববার) দেশের উভয় বাজারে দরপতন হয়েছে। তবে তার আগের দুই কার্যদিবস (মঙ্গলবার ও বুধবার) সূচক উত্থানের মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্যমতে, রোববার বাজারে ১৩ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ০৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৪০ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫১২ কোটি ১৭ লাখ ৪৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ৬২১ কোটি ১৯ লাখ টাকা।
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯৯ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩৭ দশমিক ৩৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ১০ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৭৮ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১১ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৫ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার টাকার।
এই বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমএফআই/আরআর