ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
ডিএসইতে ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সূচকের নিম্নমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিনও সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সোম, মঙ্গলবারের মতো সরকারি ছুটির একদিন পর বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে চলে ১০টা ৪০মিনিট পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা।

যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট।

এর ফলে টানা পাঁচ কার্যদিবস দেশের উভয় বাজারে দরপতন হয়েছে। তবে তার আগের দুই কার্যদিবস সূচক উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৬৬ লাখ টাকার। এর আগের ২০১৬ সালের ১১ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭২ কোটি ২৭ লাখ টাকা। যা ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ৭ কোটি ১ লাখ ২ হাজার ৩৯৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ২৮৯ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকা। এর আগের ৩৯১ কোটি ৪৩ লাখ ৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭৭ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ৫ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ০১ পয়েন্ট কমে ২ হাজার ১৭০ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১ কোটি ১৩ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন হয়েছে।  

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।