ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

গ্রামীণফোনের ইজিএম ১৯ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
গ্রামীণফোনের ইজিএম ১৯ এপ্রিল

ঢাকা: গ্রামীণফোন লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির সংঘ-স্মারক (কোম্পানির গঠনতন্ত্র) সংশোধনের সিদ্ধান্তের জন্য এ ইজিএমের আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, গ্রামীণফোনের পর্ষদ সংঘ-স্মারক সংশোধনের জন্য ইজিএম আহ্বান করেছে। আগামী ১৯ এপ্রিল দুপুর ১২টা ১৫ মিনিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মার্চ।

‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির শেয়ার বুধবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৯ টাকা ৪০ পয়সায়।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমএফআই/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।