ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লাফার্জ-হোলসিমের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
লাফার্জ-হোলসিমের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারহোল্ডারদের নগদ ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে লাফার্জ-হোলসিম লিমিটেডের পর্ষদ। এর আগে অন্তর্বতীকালীন ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের এই কোম্পানি। 

বুধবার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
 
এতে বলা হয়, গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডাদের নগদ ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে দু’দফা কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে। এ জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়েছে ৭ জুন, রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।

বিদায়ী বছরের লাফার্জ-হোলসিমের শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। এ সময়ে সমন্বিত নগদ প্রবাহ ছিল ১ টাকা ১২ পয়সা। শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ১৫ পয়সা।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।