ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হলেন ইমন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হলেন ইমন

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হলেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন।

মঙ্গলবার (২০ মার্চ) ডিএসইর বোর্ড রুমে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচনে ২৫৬ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোট দিয়েছেন।

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ইমনকে জয়ী ঘোষণা করে।
 
কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ জানান, এবারের শেয়ারহোল্ডার পরিচালক পদে মিনহাজ মান্নান ইমন ১২৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ ইকবাল হাসান সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ ইকবাল হাসান পেয়েছেন ৬৯ ভোট।
 
সেই হিসেবে ৫৮ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন ইমন। এর ফলে ইমন আগামী ৩ বছরের জন্য ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে এ পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন শাকিল রিজভী।

কমিশনার জানান, ২০০টি ভোটের মধ্যে একটি ভোট বাতিল হয়েছে। আর তিনটি ভোট আংশিক হওয়ার কারণে তা গণনা করা হয়নি। তবে বাতিল করা হয়নি।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের এমডি এম মনজুর উদ্দিন আহমেদ।

ডিএসইর ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন ইমন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।