ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা চার কার্যদিবস দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মে ৭, ২০১৮
টানা চার কার্যদিবস দরপতন

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা চার কার্যদিবস সূচক পতন হলো।

সোমবার (০৭ মে) সূচকের তেজিভাবের মধ্যদিয়ে দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় দরপতন।

যা লেনদেনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১০ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সোমবার ১৪ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৮০৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ২৯ লাখ ৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩১ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৪৭৪ কোটি ১৭ লাখ টাকার।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ৭৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ৭৩ পয়েন্ট কমে ২ হাজার ১১৪ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১০ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬১৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৯২ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।