সোমববার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। সকাল সোয়া ১১টা পর্যন্ত এ ধারা অব্যাহত ছিলো।
এরপর শেয়ার বিক্রির চাপে সূচক পতন। যা অব্যাহত ছিলো সকাল সাড়ে ১১টা পর্যন্ত। এ সময়ে ডিএসই প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ২ পয়েন্ট কমে ২ হাজার ৭৪ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে মোট ১ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৭শ’ ২৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭০ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির।
ডিএস্ইতে তালিকাভুক্ত বস্ত্র, প্রকৌশল,আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম বেড়েছে। মিশ্র প্রবণতায় লেনদেন হচ্ছে ব্যাংক, বিমা ওষুদ ও রসায়ন খাতসহ বাকি খাতের কোম্পানিরগুলোর লেনদেন।
তবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩৬ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫৭ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৭১ লাখ টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমএফআই/এমজেএফ