সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয় সূচকের তেজিভাবের মধ্য দিয়ে। যা অব্যাহত থাকে বেলা পৌনে ১১টা পর্যন্ত।
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৫২ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১ কোটি ৪৮ হাজার ২৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১০০ কোটি ৭৩ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪৩ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এমএফআই/জেডএস