ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংকের শেয়ারে ভর করে সূচকে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
ব্যাংকের শেয়ারে ভর করে সূচকে উত্থান

ঢাকা: টানা দুই কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ আগস্ট) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। সূচক বৃদ্ধির পেছনে ব্যাংক ও আর্থিকখাতের প্রতিষ্ঠানের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পাওয়া ছিলো মূল কারণ।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট।

 

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে রোববার ও সোমবার দরপতনের পর মঙ্গলবার উভয় বাজারে সূচকের উত্থান হলো।  

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংকিংখাতে তালিকাভুক্ত ত্রিশ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দাম। আর্থিক খাতের ২৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দাম। ফলে বেশির ভাগ কোম্পানির দাম কমলেও সূচক বেড়েছে উভয় বাজারে।  

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ১৯ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ২৮৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৫২ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩৯ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫৯ কোটি ২২ লাখ ৩ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ২৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০১ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
 
দেশের অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি ১ লাখ ৭৭ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।