ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৯০ শতাংশ নগদ আর বাকি ২০ শতাংশ বোনাস শেয়ার।
বৃহস্পতিবার (০৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েসবাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানির পরিচালনা পরিষদ ৩০ জুন ২০১৮ সালের সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ উপলক্ষে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আর্মি গলফ ক্লাবে ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (ইপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৫১ পয়সা। এনএভি দাঁড়িয়েছে ৪০ দশমিক ৮০ পয়সা। এর আগের বছর ইপিএস ছিলো ১০ দশমিক ৪৬ পয়সা।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এমএফআই/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।