ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এমএল ডাইংকে তালিকাভুক্তির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএল ডাইংকে তালিকাভুক্তির অনুমোদন

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে যাওয়া এমএল ডাইং লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বুধবার (২৯ আগস্ট) ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান।

এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৮ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এমএল ডাইং। কোম্পানির আইপিও শেয়ার পেতে ৩১ দশমিক ৩০ গুণ বেশি আবেদন জমা পড়ে। তারপর গত ৯ আগস্ট কোম্পানিটির আইপিও লটারি অনুষ্ঠিত হয়।

চলতি বছরের ১৫ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেয়। এই টাকায় যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপনের পাশাপাশি আইপিওতে খরচ করবে কোম্পানি।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ২৩ টাকা ৭১ পয়সা। আর শেয়ার প্রতি ভারিত গড় হারে আয় হয়েছে ২ টাকা ৩৫ পয়সা।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।