ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: বস্ত্র ও ব্যাংক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। 

মঙ্গলবার (০২ অক্টোবর) সূচক খানিকটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে দরপতনের একদিন পর টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন উভয় বাজারে ব্যাংক, বস্ত্র এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি খাত, ওষুধ ও রসায়ন খাতে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। ফলে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২৩ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, এ বাজারে ১২ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৮২৪টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৪০ লাখ ৩৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫০ কোটি ৫২ লাখ ৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫১৬ কোটি ৪২ লাখ ৪৩ হাজার টাকার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪১ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।

অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪কোটি ২১ লাখ ৪১ হাজার ৬শ’ টাকা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।