ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর পুঁজিবাজারে বাড়লো সূচক ও লেনদেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
একদিন পর পুঁজিবাজারে বাড়লো সূচক ও লেনদেন

ঢাকা: পতনের একদিন পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন প্রকৌশল, ওষুধ ও রসায়ন, বস্ত্র, আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা খাতের শেয়ারের মিশ্র প্রবণতায় লেনদেন হওয়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

তবে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে সোমবার (১২ নভেম্বর) সূচক পতনের একদিন পর মঙ্গলবার সূচক বাড়লো।

তার আগেও টানা তিন কার্যদিবস উত্থান হয়েছিলো।

মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দুই বাজারে লেনদেন হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। যা অব্যাহত ছিলো দুপুর ২টা পর্যন্ত। তবে দিনের বাকি আধা ঘণ্টা লেনদেন হয় সূচকের উত্থানের মধ্য দিয়ে।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩ পয়েন্ট।

ডিএসই’র তথ্যমতে, এ বাজারে ১২ কোটি ৯ লাখ ৪৮ হাজার ১৯৬টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৫৫ লাখ ৭২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১৮ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৭ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২১৩ পয়েন্টে।

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৬ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১২৬টির এবং ২৭টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ৫৬৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ২৫ লাখ ৩৬ হাজার টাকার।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।