ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আইসিবি এএমসিএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
আইসিবি এএমসিএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ঢাকা: আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিএসইসির ৬৬৫তম কমিশন সভায় ফান্ডটির কিছু সংশোধনীসহ (কনভারসন গাইডলাইন অনুসরণ করার কারণে) এ অনুমোদন দেওয়া হয়।  

বিএসইসির নির্বাহী পরিচালক এম হাছান মাহমুদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় কিছু সংশোধনীসহ আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডটি মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরিত হয়েছে। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১১৫ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।