ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
সূচকের উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে গত সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার দুই কার্যদিবস দরপতনের পর নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

রোববার সূচক ওঠানামার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। তবে দিনের বাকি আধা ঘণ্টা লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট। সূচক বাড়লেও এদিন কমেছে লেনদেন।

ডিএসই’র তথ্যমতে, রোববার এ বাজারে ১৭ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ১৩১টি শেয়ারের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৭৩৫ কোটি ৫৫ লাখ ৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ২ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২২৬ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৮৫৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৬৮টির এবং ৩৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ১৬০ টাকার।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।