ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

৪ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
৪ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

ঢাকা: বিদায়ী বছর অর্থাৎ ২০১৮ সালের বাকি দিনগুলোতে পুঁজিবাজারে লেনদেন হবে না। সপ্তাহিক ছুটি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ব্যাংক হলি ডে’র কারণে ২৮ ডিসেম্বর (শুক্রবার) থেকে ৩১ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত চারদিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দেশের দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্র বলছে, ২৮ ও ২৯ ডিসেম্বর শুক্র ও শনিবার- যা সাপ্তাহিক বন্ধ।

এরপর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে। আর ৩১ ডিসেম্বর ব্যাংক হলি ডে’র কারণে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। সব মিলে চারদিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।