মঙ্গলবার (১৫ জানুয়ারি) আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে প্রান্ত-সীমা (কাট অফ প্রাইস) নির্ধারণের অনুমোদন দেয় বিএসইসি।
কমিশনের ৬৭২তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পপুলার ফার্মাসিউটিক্যালসকে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। এ টাকা যন্ত্রপাতি কেনা, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে কোম্পানি।
আরো বলা হয়, ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে (পুনঃমূল্যায়নসহ) ৪২ দশমিক ৯৮ টাকায়। পুনঃমূল্যায়ন ছাড়া যার পরিমাণ ৩১ দশমিক ২৮ টাকা। গত ৫ বছরে গড় হার পদ্ধতিতে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ১৮ টাকা।
কোম্পানিটি পুঁজিবাজারে আনার পেছনে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমএফআই/এমজেএফ