ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ড্রাগন সোয়েটারের ইপিএস বেড়েছে ৭ পয়সা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
ড্রাগন সোয়েটারের ইপিএস বেড়েছে ৭ পয়সা

ঢাকা: দ্বিতীয় প্রান্তিকের (অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর, ২০১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড কর্তৃপক্ষ। সেই তথ্য মতে, কোম্পানির মুনাফা বেড়েছে। 

সোমবার (২১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬১ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৪ পয়সা। অর্থাৎ এবার ইপিএস বেড়েছে ৭ পয়সা।

আর্থিক প্রতিবেদনে বলা হয়, কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সা। ৩০ জুন ২০১৮ শেষে কোম্পানির এনএভি ছিল ১৮ টাকা ২৯ পয়সা।

জুলাই থেকে ডিসেম্বরে এনএভি বেড়েছে ২৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির একত্রিত করা আর্থিক প্রতিবেদনে নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ারে দাঁড়িয়েছে ৬০ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৩৩ পয়সা।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।