মঙ্গলবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিমাখাতে তালিকাভুক্ত কোম্পানিটির লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩১ মার্চ বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে।
ওইদিন বেলা ১১টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে। লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি।
৩০ ডিসেম্বর ২০১৮ সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৯৬ পয়সা। আর শেয়ার প্রতি প্রতিসম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ টাকা। এর আগে একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিলো ২ দশমিক ৭৮ টাকা এবং এনএভি ছিলো ২৪ দশমিক ১৮ টাকা।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমএফআই/জেডএস