ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইকে ব্যবসায়ীক-প্রযুক্তিগত সহযোগিতা চীনা কনসোর্টিয়াম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
ডিএসইকে ব্যবসায়ীক-প্রযুক্তিগত সহযোগিতা চীনা কনসোর্টিয়াম

ঢাকা: কৌশলগত বিনিয়োগকারী হিসেবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ব্যবসায়িক এবং প্রযুক্তিগত সহযোগিতা করবে শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ।

ডিএসইর ৯১৭তম বোর্ড সভায় এসব সহযোগিতার কথা জানায় দুই স্টক এক্সচেঞ্জর প্রতিনিধি ও ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী।  

বুধবার (৩০ জানুয়ারি) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী শেনঝেন স্টক এক্সচেঞ্জ এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মূলধন গঠন, এসএমই বোর্ডের উন্নয়ন, পণ্যের বৈচিত্র্যকরণ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রস্তাবনাগুলোর মধ্যে- মধ্য ও দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত পরিকল্পনার পাশাপাশি স্বাধীন-শক্তিশালী রিসার্চ টিম গঠন, ট্রেডিং সিস্টেম কেন্দ্রীভূতকরণ, ব্যবসায়িক ব্যবস্থাপনা প্ল্যাটফর্মের উন্নয়নকে ত্বরান্বিতকরণ ও তথ্য প্রকাশের অটোমেশন পদ্ধতির উন্নয়ন, ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনা, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ ও সক্ষমতার উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন চীনা কনসোটিয়াম।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।