সিমেন্ট খাতের প্রায় সব শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারে মিশ্র প্রবণতায় লেনদেন হওয়ায় সূচক বেড়েছে। তবে আগের তিনদিনের মতোই লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
রোববারের মতোই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সোমবার (০৪ ফেব্রুয়ারি) লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের শেষ সময় পর্যন্ত।
দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট। এর আগে গত বুধ, বৃহস্পতি ও রোববার টানা তিনদিন দরপতন হয়েছিলো।
ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ২০ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৮০৪টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৮৪ কোটি ২১ লাখ ২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৯৯২ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকা।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স ৭ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ১৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮ পয়েন্টে।
একইদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
এদিকে সিএসইতে সার্বিক সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৫৬ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৯৬ লাখ ৪১ হাজার ৪৭৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৭৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৪২৯ টাকা।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমএফআই/এমজেএফ