এ দিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
ব্যাংকিং সেক্টরের কোম্পানির শেয়ারে মিশ্র প্রবণতায় লেনদেন হলেও আর্থিক প্রতিষ্ঠান— বিমা, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বাড়ায় বুধবার দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন হয়েছে।
এ দিন ডিএসইতে সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। আর সিএসইতে বেড়েছে ৪৪ পয়েন্ট। ফলে গত রবি, সোম ও মঙ্গলবার টানা তিনদিন সূচক পতনের পর বুধবার সূচক বাড়লো।
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ১৭ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৯৬৯টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১২ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯০১ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭১৯ কোটি ১৩ লাখ ১৭ হাজার টাকার।
এদিন তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
সিএসইতে সার্বিক সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৩৭০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২১ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ৮৪৭ টাকার।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএফআই/এমজেএফ