মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৬৬.৮৭ টাকা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল হোটেল সোনারগাঁওয়ের বল রুমে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণের জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।
২০১৭ সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসএমএকে/জেডএস