বুধবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২১.০১ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।
এদিকে পর্ষদের সভায় কোম্পানি মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা করবে। এজন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২৯ এপ্রিল সকাল ১০টায় সোনারগাঁও হোটেলে আয়োজন করেছে।
২০১৭ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
‘এ’ ক্যাটাগরির তালিকাভুক্ত কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটির পরিচালকদের কাছে ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫ দশমিক ৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের ০ দশমিক ১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসএমএকে/জেডএস