ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক এশিয়ার বোর্ড সভা বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
ব্যাংক এশিয়ার বোর্ড সভা বৃহস্পতিবার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংখাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের বোর্ড সভা বৃহস্পতিবার (২১ মার্চ) অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ব্যাংকটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

২০১৭ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

‘এ’ ক্যাটাগরির শেয়ারের এ ব্যাংকটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির শেয়ারের মধ্যে স্পন্সর/পরিচালকদের হাতে ৫১ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৩০ দশমিক ৮২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর হাতে ০ দশমিক ৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।