ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্সের শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (২৫ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৯.৮০ টাকা।
২১ মার্চ শেয়ার দর দাঁড়ায় ৫৯.৭০ টাকায়। অর্থাৎ ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ টাকা বা ২০ শতাংশ বেড়েছে।
এদিকে শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। কোম্পানিটির পক্ষ থেকে ২৪ মার্চ ডিএসইকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বৃদ্ধির পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএমএকে/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।