মঙ্গলবার (২১ মে) ৬৮৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, স্বতন্ত্র পরিচালক ছাড়া অন্যসব উদ্যোক্তা/পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ ছাড়া সংশ্লিষ্ট কোম্পানির বোনাস শেয়ারসহ কোনোভাবে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না।
স্বতন্ত্র পরিচালক ছাড়া উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিকে উভয় স্টক এক্সচেঞ্জে ট্রেডিং বোর্ডে পৃথক একটি ক্যাটাগরি গঠন করবে।
এদিকে কোনো পরিচালকের ২ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থতার কারণে শূন্য পদে ২ শতাংশ শেয়ার ধারণ করে এমন শেয়ারহোল্ডারদের মধ্য থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে পূরণ করতে হবে। আর কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান, কোনো তালিকাভুক্ত কোম্পানির প্রতি অনূন্য ২ শতাংশ শেয়ার ধারণের জন্য ওই কোম্পানি ব্যক্তিকে ওই তালিকাভুক্ত কোম্পানির জন্য পরিচালক মনোনীত করতে পারবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসএমএকে/জেডএস