বৃহস্পতিবার (২৩ মে) ডিএসই পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই ও সিএসই সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আসন্ন ঈদে ৪ থেকে ৮ জুন পর্যন্ত সরকারি ছুটি। এর আগে ২ জুন শবে কদরের ছুটি। তারও আগে শুক্র ও শনিবার (৩১ মে ও ১ জুন) হওয়ায় সরকারিভাবে বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে সরকারি বন্ধের সঙ্গে ওইসব দিনগুলো শেয়ারবাজারও বন্ধ থাকে। এরমধ্যে শুধুমাত্র ৩ জুন সরকারি ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসএমএকে/ওএইচ/