মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিএসইসির ৬৫৫তম কমিশন সভায় এটির নিবন্ধন অনুমোদন করা হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফান্ডটির আকার ৮৩ কোটি টাকা এবং মেয়াদ হবে ১০ বছর।
ফান্ডটি দেশের সামাজিক ও পরিবেশের উন্নয়নের উদ্দেশ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য ও নিরাপত্তা, নবায়নযোগ্য ও বিশুদ্ধ জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেকসই উৎপাদনখাত, শিক্ষা, প্রকৌশল, পর্যটন ইত্যাদিতে বিনিয়োগ করবে।
ফান্ডটির উদ্যোক্তা জেসি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ফান্ড ম্যানেজার ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড ও ট্রাস্টি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএমএকে/এএ