গত রোববার (২২ সেপ্টেম্বর) ও সোমবার (২৩ সেপ্টেম্বর) সূচকের বড় উত্থান হয়েছিল পুঁজিবাজারে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৮ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৫ ও ১৭৭৪ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।
এদিন ডিএসইতে ৪০৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১২ কোটি টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৭ কোটি টাকার।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- ফরচুন সুজ, গ্রামীণফোন, বিকন ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, মুন্নু স্ট্যাফলার্স, সামিট পাওয়ার, ন্যাশনাল পলিমার ও ভিএফএস থ্রেড ডাইং।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯ পয়েন্টে। এ বাজারে হাত বদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।
সিএসইতে ২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৯ কোটি টাকার।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসএমএকে/জেডএস