ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সকালে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৫১টির এবং অপরির্বতিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।
এদিকে ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়তে থাকে। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৩ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করে।
বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বিকন ফার্মা, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল টিউবস, এসএমইএল গ্রোথ ফান্ড, বিএসই, মুন্নু স্ট্যাফলার্স, এশিয়ান গ্রোথ ফান্ড, মুন্নু সিরামিক, প্রিমিয়ার ব্যাংক ও জেএমআই সিরিঞ্জ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করে।
বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের মধ্যে দাম বেড়েছে ৩৪টি কোম্পানির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানি শেয়ার লেনদেন।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসএমএকে/জেডএস