ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আদিল সিকিউরিটিজকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
আদিল সিকিউরিটিজকে জরিমানা আদিল সিকিউরিটিজের লোগো

ঢাকা: সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় আদিল সিকিউরিটিজকে একলাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসির ৬৯৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিল সিকিউরিটিজ তাদের কোম্পানির অনুমোদিত প্রতিনিধির নামে কাস্টমার ও বিও হিসাব পরিচালিত করায় ঢাকা স্টক এক্সচেঞ্জ রেগুলেশনস ২০১৩ এর রেগুলেশন ১৪(৩)(iv) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ৪(২)(৪) এর ডিড অব এগ্রিমেন্টের ক্লাউজ-৫ ভঙ্গ করেছে; কোম্পানির একজন গ্রাহকের নামে একটি একক হিসাবের থেকে বেশি হিসাব পরিচালিত করায় ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ২৬(১) ভঙ্গ; কোম্পানির পরিচালক ও কর্মচারীকে মার্জিন ঋণ সুবিধার মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ নম্বর এসইসি/সিএমএমআরসিডি/২০০১-৪৩/৩১ তারিখ মার্চ ২৩, ২০১০ ভঙ্গ; কোম্পানির গ্রাহককে মার্জিন ঋণ চুক্তিপত্র না থাকা সত্ত্বেও ক্যাস অ্যাকাউন্টে ঋণ সুবিধার মাধ্যমে মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩(১) ও ৩(২) ভঙ্গ এবং গ্রাহকের সিকিউরিটিজ সংক্রান্ত রেকর্ড সঠিকভাবে পরিচালিত না করে ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ৩৪(১) ও (২) ভঙ্গ করেছে।

এসব আইন লঙ্ঘনের জন্য আদিল সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।