ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করে।
বৃহস্পতিবার এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ৪৮টির এবং অপরির্বতিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।
এদিকে, আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কিছুটা বাড়তে থাকে। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৩ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করে।
আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- এসএমইএল লেকচার ফান্ড, এসএমইএল গ্রোথ ফান্ড, ন্যাশনাল টিউবস, বিএসই, জেএমআই সিরিঞ্জ, বিকন ফার্মা, কপারটেক, বিএসসিসিএল, স্ট্যান্ডার্ড সিরামিক ও নর্দান জুট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করে।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের মধ্যে দাম বেড়েছে ৩৪টি কোম্পানির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ার লেনদেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসএমএকে/এসএ