ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নিবন্ধনের সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নিবন্ধনের সিদ্ধান্ত

ঢাকা: আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নামে একটি বিকল্প বিনিয়োগ তহবিলের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিএসইসির ৬৯৯তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ফান্ডটির আকার হবে ৪৫ কোটি টাকা এবং মেয়াদ হবে ৭ বছর।

ফান্ডটির উদ্যোক্তা আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ফান্ড ম্যানেজার আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ফান্ডটি মূলত ফিনটেক, এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল, এন্টারপ্রাইস সলিউশন, ট্রাভেল এবং লজিস্টিক, কোর টেকনোলজিস, এডুকেশন টেক, ফুড-টেক এবং এগ্রি-টেক, ইন্টারনেট ডিভাইসেস ইত্যাদি খাতে বিনিয়োগ করবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।