মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কমিশনের ৭১৯তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
পরে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানানো হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্য হচ্ছে ২০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ তিন কোটি টাকা এবং বিনিয়োগকারীদের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা যাবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির উদ্যোক্তা লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড এমপ্লয়িজ গ্রাচ্যুইটি ফান্ড, ট্রাস্ট এবং সম্পদ ব্যবস্থাপক লংকা বাংলা এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএমএকে/টিএ