ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯৪ পয়েন্ট বা ৪.৭১ শতাংশ কমেছে।
ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫টির, কমেছে ৩৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির। এসময়ের মধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৪২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
করোনা ভাইরাস আতঙ্কে গত সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে ৩ কর্মদিবসই ব্যাপক দরপতন হয়েছে পুঁজিবাজারে। সংশ্লিষ্টরা মনে করছেন, গতকাল রাতে দেশে নতুন করে দুজন করোনা রোগী শনাক্ত হওয়ায় আবারও বড় পতনের মুখে পড়লো বাজার।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসএমএকে/এইচএডি