ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা ১১টা ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করে।
রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৭০টির এবং অপরির্বতিত রয়েছে ১১৫টি কোম্পানির শেয়ার।
এদিকে এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগে অবস্থান থেকে ৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি কিছুটা নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করে।
রোববার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, সাউথইস্ট ব্যাংক, আজিজ পাইপ, নর্দান ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা, গ্রামীণ ফোন, রেকিট বেনকেজার, এসিআই ও মার্কেন্টাইল ব্যাংক।
এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ১৩টি কোম্পানির দাম বাড়লেও কমেনি কোনো কোম্পানির দর। তবে অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানি শেয়ার লেনদেন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসএমএকে/আরবি/