ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন

ঢাকা: পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী বুধবার (৮ জুলাই) থেকে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার (৭ জুলাই) ডিএসই ও সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে আসায় ডিএসই ও সিএসই এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ১৯ মার্চ থেকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। পরবতী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে গত ১৮ জুন থেকে ডিএসই ও সিএসই লেনদেনের সময়সূচি পুণনির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।