ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আইপিওর কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে কর্ম-পরিকল্পনা অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
আইপিওর কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে কর্ম-পরিকল্পনা অনুমোদন লোগো

ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে প্রাথমিক গণপ্রস্তাবসহ (আইপিও) যাবতীয় কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএসইসির ৭৩৬তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, অর্থ উত্তোলন দ্রুত সময়ে করার পাশাপাশি কমিশন ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা অনুমোদন করেছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এসএমএকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।