ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ওয়েবসাইটে সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ ডিএসইর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
ওয়েবসাইটে সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ ডিএসইর ডিএসইর লোগো

ঢাকা: আপডেট ভার্সন ওয়েবসাইটে সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

রোববার (২৩ আগস্ট) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের আইসিটি বিভাগ ডিএসইর ওয়েবসাইটে উন্নত সংস্করণ চালু করেছে। উন্নত সংস্করণ চালু করতে গিয়ে গত ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে সাময়িক সমস্যা হয়েছিল। অনাকাঙ্ক্ষিত সাময়িক এ সমস্যার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

তবে রোববার লেনদেনের শুরু থেকেই আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এ সমস্যার সমাধান করা হয়েছে।  

বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসইর ওয়েবসাইট ব্রাউজ করতে যদি কোনো অসুবিধা হয় বা পেজ লোডিংয়ে যদি কোনো সমস্যা হয় বা সময় নেয় তবে ব্রাউজারের ক্যাশ/হিস্ট্রি ক্লিয়ার করলে এ সমস্যার সমাধান হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএসইর ওয়েব ব্যানারে ক্লিক করলে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।