ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৮ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ডিএসইএক্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
৮ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ডিএসইএক্স

ঢাকা: বছরের প্রথম কার্যদিবস রোববার (৩ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

রোববার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১৬ পয়েন্ট বেড়েছে। যা সূচকটি চালু হওয়ার আট বছরের মধ্যে একদিনের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান।  

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ডিএসইএক্স সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪০৫৬ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করে। এরপর বিগত আট বছরের মধ্যে সূচকটি রোববার দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ইতিহাসের সর্বোচ্চ অর্থাৎ ২৩২ পয়েন্ট উত্থান হয়েছিল। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৫৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৯ ও ২০৭৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে রোববার ডিএসইর ডিএসইএক্স সূচকটি এক বছর নয় মাস ১৪ দিন পর পাঁচ হাজার ৬০০ পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৯ সালের ১৯ মার্চ সূচকটি আজকের চেয়ে বেশি অবস্থানে ছিল। ওইদিন ডিএসইএক্স সূচকটি পাঁচ হাজার ৬৩১ পয়েন্টে অবস্থান করছিল।  

এদিন ডিএসইতে এক হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৮২ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৫৪৩ কোটি ২৬ লাখ টাকার।  

রোববার ডিএসইতে ৩৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৩টি কোম্পানির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, লার্ফাজহোলসিম, লংকাবাংলা, স্কয়ার ফার্মা, অরিয়ন ফার্মা, বিএসসিসিএল, শাইনপুকুর সিরামিক ও বিএটিবিসি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রোববার ৬৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ৬৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৭১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।