ঢাকা: পুঁজিবাজারে উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ ১০ ব্রোকারদের সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শনিবার (২০ মার্চ) রাত পৌনে ১০টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, পুঁজিবাজারে উন্নয়ন ও ব্রোকারদের সঙ্গে সমন্বয় বাড়াতে রোববার (২১ মার্চ) বিকেল ৫টায় শীর্ষ ১০ ব্রোকার হাউসের সিইওর সঙ্গে বৈঠক করবে কমিশন। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। বৈঠকে মার্চেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ও ডিবিএর প্রেসিডেন্ট থাকবেন। বৈঠকে গুজবের বিষয়টি নিয়েও কমিশন আলোচনা করবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম যোগ দিবেন বলে জানা গেছে।
এর আগে ২০২০ সালের ২৯ অক্টোবর পুঁজিবাজারে মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠার লক্ষ্যে শীর্ষ ব্রোকার হাউসের সঙ্গে বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসএমএকে/এমআরএ